শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেভাবে নিজেকে সমৃদ্ধ করছেন লিটন দাস

রাহুল রাজ : [২] লিটন কুমার দাস। দিনাজপুরে জন্ম নেয়া এই ক্রিকেটারের নামের পাশে এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত ১৭৬ রান। মারকুটে এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৩ ফরম্যাটে মোট ৮৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বেশ কিছু বলিষ্ঠ রেকর্ড নিজের করে নিয়েছেন।

[৩] যেকোনো ফরম্যাটে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ছক্কা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এই ডানহাতি ব্যাটসম্যানের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস বিশ্বকাপের অভিষেক ম্যাচে বাংলাদেশী কোন ব্যাটসম্যাদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ।

[৪] প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে তিন বলে তিন ছক্কা হাঁকানো একমাত্র ক্রিকেটার লিটন। যেকোনো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশী হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও ২৫ বছরের এই ক্রিকেটারের। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ১২১ রান তুলেছিল এই কিপার ব্যাটসম্যান।

[৫] একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিতেও আছে লিটনের নাম। তামিমকে সঙ্গী করে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯২ রানের জুটি গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটিতেও রয়েছে লিটনের নাম। তামিমের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে ৯২ রান তুলে সফল জুটি গড়ে তোলেন লিটন। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৩৫.০৩ স্ট্রাইকরেটধারী ব্যাটসম্যানের নাম লিটন।

[৬] এছাড়াও টি২০ ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ২১৫ রানের ইনিংসে ও রয়েছে লিটনের ঝড়ো সূচনা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ বলে ৪৩ রান করে তিনি সেদিন বুঝিয়ে দিলেছিলেন দিনটি আজ বাংলাদেশের।

[৭] টেষ্ট অভিষেক ম্যাচে বাংলাদেশী উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সেদিন তার ব্যাট থেকে ভারতের বিপক্ষে ৪৪ রান আসে। এই অর্জনে তৈরি করেন নতুন এক রেকর্ড। বাংলাদেশর পক্ষে আর কোন উইকেট রক্ষক অভিষেক টেস্টে এই রান তুলতে পারেনি।

[৮] লিটন দাস এখন পরিনত এক ব্যাটসম্যানের নাম। শুধুমাত্র ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বের যে কোন বোলারের জন্য তিনি এখন মূর্তিমান আতঙ্কের নাম হবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়