দেবদুলাল মুন্না : [২] তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
[৩] মিনা শহীদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে ফরিদ কবির বারডেমের পরিচালক (জনসংযোগ), যিনি একজন কবি।
[৪] ফরিদ কবির জানান,গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে মিনা শহীদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে। বুধবার রাতে চিকিৎসকেরা তার মাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ডোনার জোগাড় করে পুলিশ হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে প্লাজমা সংগ্রহ প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে তিনি মারা যান।
[৫] তিনি আরও জানান, কোভিড আক্রান্ত রোগীদের জন্য সরকারের নীতিমালা অনুযায়ী তাঁর মায়ের দাফন হবে। হাসপাতাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
[৬] ২০১১ সালে তাদের বাবা মারা যান।