শিরোনাম
◈ সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর ◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ জুন লা লিগা শুরু হতে পারে

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা লা লিগার চলতি মৌসুমের বাকি খেলা ১১ জুন থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন লিগের প্রধান হাভিয়ের তেবাস। আর শুরুর দিন দর্শকশূন্য মাঠে লড়াইটি হতে পারে রিয়াল বেতিস ও সেভিয়া মধ্যকার।

[৩] স্প্যানিশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। শুরুর ম্যাচটি করোনাভাইরাসে নিহত সবাইকে উৎসর্গ করা হতে পারে বলেও জানিয়েছেন লা লিগা প্রধান।

[৪] করোনা পরবর্তী সময়ে বিধিনিষেধ উপেক্ষা করতে দেখা গেছে সেভিয়ার চার খেলোয়াড়কে। এক পার্টিতে একসঙ্গে তাদের ছবি তুলতে দেখা গেছে। যদিও এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন তারা। সংকটময় এই সময়ে নিজেদের কর্মকাণ্ড নিয়ে খেলোয়াড়দের যত্নশীল হতে খেলোয়াড়দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তেবাস। - দেশরূপান্তর

[৫] এরই মধ্যে স্পেনে লকডাউন অনেকটা শিথিল করে এসেছে। তবে এখনো ১০ জনের বেশি জনসমাবেশে অনুমতি দেওয়া হয়নি।

[৬] এ ব্যাপারে খেলোয়াড়রা ভূমিকা নিয়ে তেবাস বলেন, খেলোয়াড়রা সমাজের জন্য উদাহরণ। তাদেরকে নিজেদের কাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। গত শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ৮ জুন থেকে দেশের শীর্ষ দুই ফুটবল লিগ শুরুর অনুমতি দিয়েছেন।

[৭] এদিকে গত সপ্তাহ থেকে লা লিগার খেলোয়াড়রা ছোট ছোট গ্রæপে অনুশীলন শুরু করেছেন। তবে গ্রুপে খেলোয়াড়দের সংখ্যা ১০ জনের বেশি নয়। করোনাভাইরাসের কারণে ১২ মার্চ থেকে বন্ধ স্পেনের ফুটবল। তেবাস জানিয়েছেন, পরের ধাপে পূর্ণাঙ্গ অনুশীলন শুরুর লক্ষ্য তাদের।

[৮] এই মুহূর্তে এটাই আমাদের আসল লক্ষ্য। এটা আমরা অর্জন করতে পারলে এরপর আমরা প্রতিযোগিতাটি শুরুর পথে এগিয়ে যেতে পারি। আমাদের লক্ষ্য আমাদের সপ্তাহে প্রথম চার রাউন্ডের ফিকশ্চার ঘোষণা করা।

[৯] সরকারের ঘোষণা আমাদের অবাক করেছে। এর অর্থ হলো পেশাদারি ফুটবল এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস টেস্ট দিয়ে মে মাসের শুরু থেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে স্পেনের শীর্ষ দুই লিগের খেলোয়াড়রা। টেস্টে পাঁচজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ আসে। আইসোলেশনে আছেন তারা। -বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়