শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি: [২] সোমবার বেলা ১২টায় আড়াইহাজার থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার নাম হরমুজ আলী (৫০)। তিনি আড়াইহাজার পৌরসভাধীন নোয়াপাড়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

[৪] দুর্ঘটনা ঘটনা কবলিত চায়ের দোকানের মালিক ছিলেন। মৃতের পরিবারে চলছে শোকের মাতম। এর আগে বেলা ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়ার মালিকাধানী ভবনের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় তিনি দগ্ধ হন। একই ঘটনায় আরো তিন জন দগ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

[৫] এরা হলেন আড়াইহাজার পৌরসভাধীন শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে মুনছুর (৫০), ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে আলম (৫২) ও কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে ইব্রাহিম (২৬)।

[৬] আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়