শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদায় আবার মৃত সবচেয়ে বড় ডলফিন উদ্ধার

আব্দুল্লাহ মামুন : [২] রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম হাজী আমান আলা সওদাগরের বাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন ডলফিনটি উদ্ধার করেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির ও স্থানীয় উরকিরচর ইউপির চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বারের উপস্থিতিতে নদী পাড়ে ডলফিনটি মাটি চাপা দেয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

[৩] ৮ মে একই গ্রামের আমির হোসেন কলোনি এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। সেটিকে কেটে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছিলেন হালদা গবেষকেরা। তারও আগে গত ২২ একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায়। তখন ধারণা করা হয়েছিল, নদীতে চলাচল করা বালুবাহী ড্রেজার ও যান্ত্রিক নৌকার পাখার আঘাতে ডলফিনের মৃত্যু হতে পারে। প্রশাসনের পাহারায় এখন বালুবাহী নৌযান চলাচল অনেকটা বন্ধ রয়েছে।২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে হালদায় ২৫টি ডলফিন মরে ভেসে ওঠে।

[৪] ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম রেঞ্জ কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার। তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হবে।

[৫] হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। ডলফিনটি ৭ ফুট ১ ইঞ্চি। এটির ওজন ৭০ থেকে ৮০ কেজি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়