শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লাইভের শেষ পর্বে ভক্তদের বিভাজন দূরে রেখে একাত্ম হওয়া কথা বললেন তামিমরা

নিজস্ব প্রতিবেদক : [২] ক্রীড়াঙ্গনে কোনো দলের বড় শক্তি হলো তাদের সমর্থক। আর বাংলাদেশের ক্রিকেটেও সেই বারোতম খেলোয়াড় হয়ে সহায়ক ভূমিকা পালন করেন ভক্তরা। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকদের হয়ে গ্যালারি কিংবা টিভি পর্দায় কোছ রেখে গলা ফাটানো পাগলা ফ্যানদের সংখ্যা নেহায়েত কম না। ৎ

[৩] তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম্যের বদলৌতে নির্দিষ্ট খেলোয়াড়ের ফ্যানভিত্তিক নানা গ্রুপের কারণে ভক্ত-সমর্থকের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। এক তারকার ভক্ত অন্য তারকার ভক্তের সাথে জড়িয়ে যাচ্ছেন বিবাদে। মাঠে খেলতে ১১ জন ক্রিকেটার ভাই, বন্ধু হিসেবে নামলেও তাদের সমর্থকদের এমন আচরণ মোটেই পছন্দ নয় ক্রিকেটারদের।

[৪] তামিম ইকবালের নিয়মিত লাইভ শো এর শেষ পর্বে শনিবার রাতে দেশের ক্রিকেটের অন্যতম চার স্তম্ভ তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কথা বলেন ভক্তদের কাদা ছোড়াছুঁড়ি নিয়েও।

[৫] তামিম বলেন, ‘একটা জিনিস দেখবেন প্রত্যেকটা ক্রিকেটারের দেখি তামিমিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, সাকিবিয়ান গ্রুপ আছে। সবারই পছন্দের ক্রিকেটার থাকবে এটা স্বাভাবিক। ইদানিং আমার কাছে মনে হয় কি এই গ্রুপের কারণে একজন আরেকজনকে আক্রমণ করতে থাকে। একজন একজনকে আক্রমণ করা কতটা ঠিক আমি জানিনা তবে আমি অনুরোধ করবো এই আক্রমণ টা যেন না করে।’

[৬] মাশরাফি বলেন, আমাদের ক্ষতি কিন্তু আমরাই করি। আমাদের ক্ষতি কিন্তু বাইরের কেউ এসে করবে না। ধর আজকে আমাকে যে পছন্দ করে তোকে গালি দিচ্ছে, মুশফিককে যে পছন্দ করে দেখা গেল আমাকে গালি দিচ্ছে। আল্টিমেটলি আমরা কার জন্য খেলি? আপনাদের জন্য খেলি, বাংলাদেশের জন্য খেলি। গালি যদি দেন আমাদের সবাইকে এক সাথেই দেন। সমালোচনা করবেন এটা থাকবেই। কিন্তু ব্যক্তিগতভাবে গালি দেওয়া, মুশফিক ভালো খেলছে বলে বাকি ১০ জনের সমালোচনা করলেন…।

[৭] মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি ব্যক্তিগতভাবে বলি কাদা ছোড়াছুঁড়ি করে কোন লাভ হয় না বরং কাদা নিজের গায়েই লাগে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলের জন্য খেলছি, অন্য যারা আছে তারাও। সবারই পছন্দ অপছন্দ থাকতে পারে। তার মানে এই না যে আমি অন্য আরেকজনকে অপছন্দ করবো। একটা জিনিস মনে রাখতে হবে ভালোর কোন বিকল্প নাই।

[৮] মুশফিকুর রহিম জানান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে আমরা কখনো সফল হই কখনো হই না। এর মানে এই নয় যে একজনের কারণে দল হেরে যাবে বা একজনের কারণে দল জিতে যাবে। আমার মনে হয় এখানে সবাই সমান। এখানে শুধু দর্শক না, গণমাধ্যমও একটা অংশ, আমরা জিতলেও একসাথে জিতি হারলেও একসাথে হারি। আমার মনে হয় সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ এটা দেওয়া উচিৎ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়