আক্তারুজ্জামান : [২] তালেবানের উপনেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি করোনা পজিটিভ এসেছে গত ১৬ মে। এরপর চিকিৎসার জন্য ভর্তি আছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সামরিক হাসপাতালে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও জি নিউজ।
[৩] ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সিরাজউদ্দীন হাক্কানি বেশ কিছু তালেবান কমান্ডারের সঙ্গে দেখা করেছেন। সেই সূত্রে ধারণা করা হচ্ছে তালেবান সংগঠনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। এ তথ্য দিয়েছে টুইট করেছেন ফরাসি নিউজ চ্যানেল ইরানিটিএল টিভির প্রবীণ সম্পাদক হারুন নাফফিজাদা।
[৪] হারুন টুইটে লিখেন, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানির করোনা শনাক্ত হয়েছে। সম্প্রতি তিনি অন্যান্য তালেবান কমান্ডারের সঙ্গে সাক্ষাত করেছেন। সূত্রের মতে, ১৬ মে পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালে হাক্কানীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।