আক্তারুজ্জামান : [২] বন্ধ ক্রীড়াঙ্গনের মাঝে ভক্তদের কাছে হঠাৎই জনপ্রিয় হয়েছিলো তামিম ইকবালের লাইভ ফেসবুক শো। কিন্তু সেটাও শেষ হয়ে যাচ্ছে। আজ শনিবার শেষপর্বে রাত সাড়ে ১০টায় তামিমের লাইভ আড্ডায় আসবেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে আমন্ত্রণ জানালেও ব্যক্তিগত কারণে তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তাই পঞ্চপাণ্ডবের আড্ডা দেখা হচ্ছে না ভক্তদের।
[৩] গত ২ মার্চ ইনস্টাগ্রামে মুশফিককে দিয়ে শুরুর পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দেন তামিম। এরপর মাশরাফিকে নিয়ে ফেসবুক পেইজের লাইভে আসা শুরু করেন তামিম। ইতিমধ্যে ১১টি শো করে ফেলেছেন তামিম। দেশি ক্রিকেটারদের পাশাপাশি লাইভ আড্ডার অংশ হয়েছেন বিদেশী ক্রিকেটারও।
[৪] বৃহস্পতিবার সর্বশেষ তামিমের লাইভে অতিথি হিসেব ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। উইলিয়ামসনের সাথে আড্ডা শেষে তামিম জানিয়েছেন আগামী ২৩ মে তার এই লাইভ শো শেষ হতে যাচ্ছে। আজ সেই শনিবার। ইচ্ছে থাকলেও সাকিব অংশগ্রহণ না করতে পারায় পঞ্চপান্ডবের চারজনকে নিয়ে আড্ডার মধ্য দিয়ে পর্দা নামবে তার বহুল জনপ্রিয় এই লাইভ শো টি।
[৫] মুশফিক, রিয়াদ ও মাশরাফি ছাড়াও তামিমের লাইভ শোতে এখন পর্যন্ত এসেছেন- রুবেল হোসেন ও তাসকিন আহমেদ, নাসির হোসেন, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার। আর সাবেকদের মধ্যে থেকে খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু। বিদেশি তারকাদের মধ্যে- ফাফ ডু প্লেসিস, রোহিত শর্মা, বিরাট কোহলি ওয়াসিম আকরাম ও কেন উইলিয়ামসন।