শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ইয়াসিন আরাফাত : [২] মহামারি করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে কোয়ারেন্টাইনে যাওয়ার এ ঘোষণা দেন তিনি। দ্যা স্টার, মালায় মেইল, আলজাজিরা

মুহিউদ্দিন ইয়াসিন জানান, গত মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার করোনা পরীক্ষা পজিটিভ আসার ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার শঙ্কায় ছিলেন। এজন্য শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বলা হয়, ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও করোনার পরীক্ষা করে ১৪ দিনের জন্য নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যাওয়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি বৈঠক সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিবারের বাইরে খুব প্রয়োজন না হলে অন্যান্য নাগরিকদের সঙ্গে যোগাযোগ যথাসম্ভব কম রাখা, বাইরে সবার চলাফেরার ক্ষেত্রে ন্যূনতম দেড় মিটার দূরত্ব রাখা, দুজনের বেশি মানুষ একসঙ্গে চলাফেরা না করারও আহবান জানান তিনি।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় এখন পর্যন্ত ৭ হাজার ১৩৭ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ১১৫ জন নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়