ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] ঈশ্বরদীতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে এ ঘটনা ঘটে।
[৩] মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল বারী মালিথা (৫৫)। তিনি ওই এলাকার মৃত হারেজ উদ্দিন মালিথার ছেলে।।
[৪] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১০টায় আব্দুল বারী স্থানীয় একটি রাইচ মিলে কাজ করতে গেলে উত্তরপাড়ার নুর আমিন প্রামাণিক তার বাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের জন্য ডেকে নিয়ে যায়। এ সময় বিদ্যুতের মেইন লাইনের তারে সে জড়িয়ে পড়ে, আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বারীর মৃত্যু হয়েছে।
[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়।