শিরোনাম
◈ একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়াই আমাদের এজেন্ডা: সিইসি ◈ বিনিয়োগের নামে প্রতারণা: সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অভিযোগ ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ আগামী পাঁচ বছ‌রের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার মারাত্মক ঝুঁকিতে পড়‌বে দক্ষিণ এশিয়া   ◈ বাংলা‌দে‌শে ওয়াহাবি-সালাফি কারা, এরা আলোচনায় কেন ◈ বিপিএলে খেল‌বে নোয়াখালী  ◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]২০২১ সালেও আয়োজন সম্ভব না হলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

আক্তারুজ্জামান : [২] তথ্যটি জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি ঘোষণা দেয়ার পরই জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি জানিয়েছেন, আগামী বছরে টোকিও অলিম্পিক আয়োজনের জন্য আয়োজক কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার। জাপান টাইমস

[৩] এদিকে, ওষুধ বা ভ্যাকসিন আবিস্কার না হলেও আগামী বছরেই গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক্স আয়োজনের দাবী জানিয়েছেন হংকংয়ের পদকজয়ী প্যারাঅলিম্পিয়ান শাটলার।

[৪] প্রথম বিশ্বযুদ্ধকালীন ১৯১৬ আসর আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ আর ৪৪ এর মিলিয়ে মোট তিনবার বাতিল হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক। তবে সংখ্যাটা এবার বাড়তে পারে।

[৫] থমাস বাখ বলেন, এটা বিশাল এক আয়োজন। হাজার হাজার মানুষ এই আয়োজনের সঙ্গে জড়িত। এতোবড়ো আয়োজন মুখের কথা নয়। আমরা আশা করছি আমাদের পরিকল্পনাগুলো ধরে এগুতে পারবো। তবে পরিস্থিতি কবে ঠিক হবে এটা বলা মুশকিল। ২০২১ সালে আয়োজন করা সম্ভব না হলে বাস্তবতা মেনে সিদ্ধান্ত নিতে হবে। আর পেছানোর সুযোগ নেই।

[৬] জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহাইড সুগা বলেন, আমরা আইওসির সিদ্ধান্তের ব্যাপারে জানতে পেরেছি। আগামী বছর আয়োজন করতে জাপান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আয়োজক কমিটি ও আইওসি'র যে সহযোগিতা প্রয়োজন, আমরা সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো। আয়োজক দেশ হিসেবে এটাই আমাদের দায়িত্ব। পুনঃনির্ধারিত সময়ে আয়োজন করা হলেও দর্শক প্রবেশের অনুমতি থাকবে কিনা তা এখনও বিবেচনাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়