মুসা আহমেদ: [২] করোনা মহামারির কারণে জার্মানির রাজস্ব আয়ে বড় ধস পড়েছে। চলতি বছরের এপ্রিলে দেশটির ১৬টি ফেডারেল স্টেটসহ কেন্দ্রীয় সরকারের রাজস্ব আয়ে কমেছে ২৫.৩ শতাংশ। গেলো বছরের তুলনায় এবার এপ্রিলে রাজস্ব কম আয় হয়েছে ৩৯ বিলিয়ন ইউরো। রয়টার্স
[৩] শুক্রবার এসব তথ্য তুলে ধরেন দেশটির অর্থমন্ত্রী ওলাফ স্কল্জ। তিনি বলেন, করোনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতিতে চরম মহামন্দার সম্মুখীন হয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির এ দেশটি। বৈশ্বিক এ মহামারী মোকাবিলায় হিমশিম খেতেই নাকাল হয়ে পড়ে জার্মানি।
[৪] মন্ত্রী বলেন, করোনা মহামারীর তাণ্ডব এখানেই থেমে নেই। সামনের মাসগুলোতে আরো বড় দুর্দিন অপেক্ষা করছে। আয়কর, কর্পোরেট ও পরিবহনকর থেকে রাজস্ব ব্যাপকভাবে কমেছে। মার্চ থেকে শুরু হওয়া এ রাজস্ব ধস এখনও অব্যাহত রয়েছে। ধসের পরিমাণ বেড়ে চলেছে দুর্দান্ত গতিতে।
[৫] এর আগে গেলো মাসে অর্থমন্ত্রী বলেছিলেন, রাজস্ব আয়ে বড় ধসেও আটকাতে পারবে না আগামী মাসে চালু করতে যাওয়া সরকারি প্রণোদনা প্যাকেজ। এ প্যাকেজের মাধ্যমে করোনা মোকাবেলা করে অর্থনীতির গতি সচল করা হবে।
[৬] করোনা মোকাবিলায় প্রাথমিকভাবে ৭৫০ বিলিয়ন ইউরোর প্রণোদণা প্যাকেজের অনুমোদন দেয় দেশটির সরকার। ২০১৩ সালের পর এই প্রথম কোন প্রণোদনা প্যাকেজ হাতে নিলো জার্মান সরকার।