শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে ইউরোপীয় গাড়ি বিক্রিতে রেকর্ড ধস

মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে ব্যাপক বিপর্যস্ত ইতালি, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। ফলে এপ্রিলে গাড়ি বিক্রিতে ব্যাপক ধস হয়েছে ইউরো অঞ্চলের। লকডাউনসহ বেশকিছু বিধিনিষেধের কারণে মোটরগাড়ি বিক্রি কমেছে ৭৮.৩ শতাংশ। যা ইতিহাসে বিক্রি ধসে বড় রেকর্ড। রয়টার্স

[৩] মঙ্গলবার এক পরিসংখ্যানে এসব তথ্য জানিয়েছে ইউরোপের মোটরগাড়ির মুক্ত বাণিজ্য সংস্থা ব্রিটেন এন্ড দ্য ইউরোপীয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন (ইএফটিএ)।

[৪] সংস্থাটি জানায়, প্রথমবারের মত দুই অঙ্কে গাড়ি বিক্রি ধসের ঘটনা ঘটলো ইউরোপের বাজারে। ইতালি, যুক্তরাজ্য ও স্পেনে করোনা মহামারির প্রভাবে ব্যাপক ধস নেমেছে। ফলে এপ্রিলে ইতালি ৯৭.৬ শতাংশ, যুক্তরাজ্য ৯৭.৩ শতাংশ ও স্পেনে ৯৬.৫ শতাংশ বিক্রি কমেছে।

[৪] ইএফটিএ জানায়, ইউরোপীয় ইউনিয়নে এপ্রিলে নতুন গাড়ির নিবন্ধন ৭৮.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ১৮২ ইউনিটে। এদিকে জার্মানি ও ফ্রান্সের বিক্রি নিবন্ধন কমেছে যথাক্রমে ৬১.১ ও ৮৮.৮ শতাংশ।

[৫] এক্ষেত্রে মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোকসওয়াগেন গ্রুপের বিক্রি কমেছে ৭৫ শতাংশ। অন্যদিকে, রেনাল্টের কমেছে ৭৯.৫ শতাংশ। তবে পিএসএ’র কমেছে ৮২.৪ শতাংশ।

[৬] এদিকে, বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে বিএমডব্লিউ’র বিক্রি কমেছে ৬৯.৭ শতাংশ। অন্যদিকে, ডেইমলারের কমেছে ৮০.১ শতাংশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়