শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে ইউরোপীয় গাড়ি বিক্রিতে রেকর্ড ধস

মুসা আহমেদ: [২] করোনা মহামারিতে ব্যাপক বিপর্যস্ত ইতালি, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। ফলে এপ্রিলে গাড়ি বিক্রিতে ব্যাপক ধস হয়েছে ইউরো অঞ্চলের। লকডাউনসহ বেশকিছু বিধিনিষেধের কারণে মোটরগাড়ি বিক্রি কমেছে ৭৮.৩ শতাংশ। যা ইতিহাসে বিক্রি ধসে বড় রেকর্ড। রয়টার্স

[৩] মঙ্গলবার এক পরিসংখ্যানে এসব তথ্য জানিয়েছে ইউরোপের মোটরগাড়ির মুক্ত বাণিজ্য সংস্থা ব্রিটেন এন্ড দ্য ইউরোপীয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন (ইএফটিএ)।

[৪] সংস্থাটি জানায়, প্রথমবারের মত দুই অঙ্কে গাড়ি বিক্রি ধসের ঘটনা ঘটলো ইউরোপের বাজারে। ইতালি, যুক্তরাজ্য ও স্পেনে করোনা মহামারির প্রভাবে ব্যাপক ধস নেমেছে। ফলে এপ্রিলে ইতালি ৯৭.৬ শতাংশ, যুক্তরাজ্য ৯৭.৩ শতাংশ ও স্পেনে ৯৬.৫ শতাংশ বিক্রি কমেছে।

[৪] ইএফটিএ জানায়, ইউরোপীয় ইউনিয়নে এপ্রিলে নতুন গাড়ির নিবন্ধন ৭৮.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ১৮২ ইউনিটে। এদিকে জার্মানি ও ফ্রান্সের বিক্রি নিবন্ধন কমেছে যথাক্রমে ৬১.১ ও ৮৮.৮ শতাংশ।

[৫] এক্ষেত্রে মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোকসওয়াগেন গ্রুপের বিক্রি কমেছে ৭৫ শতাংশ। অন্যদিকে, রেনাল্টের কমেছে ৭৯.৫ শতাংশ। তবে পিএসএ’র কমেছে ৮২.৪ শতাংশ।

[৬] এদিকে, বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে বিএমডব্লিউ’র বিক্রি কমেছে ৬৯.৭ শতাংশ। অন্যদিকে, ডেইমলারের কমেছে ৮০.১ শতাংশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়