শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে রেল ইঞ্জিন থেকে তেল পাচার, চালকসহ গ্রেপ্তার-৩

সোহেল সানী : [২] দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের তেলবাহী লরি থামিয়ে রেল ইঞ্জিন থেকে তেল পাচারের সময় ২১০ লিটার ডিজেলসহ চালক (লোকোমাস্টার-এলএম) মোঃ সেলিম (৪৫), সহকারী চালক (সহকারী লোকোমাস্টার-এএলএম) উজ্জল হোসেন (৩০) ও তেল চোরাকারবারী হাসান আলীকে (৩০) আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

[৩] গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের তিন কিলোমিটার দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় আজ সোমবার সকালে উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বাদী হয়ে তিন জনকে আসামী করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) পার্বতীপুর কার্যালয়ে মামলা দায়ের করেছেন। তবে, এরিপার্ট লেখা পর্যন্ত তেলবাহী লরি পরিচালক (গার্ড) আব্দুলাহিল শাফি আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) কার্যালয়ে দিনভর সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ চালিয়েছে।

[৪] সোমবার এঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পাকশী এর দপ্তরের গঠিত চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-টু) পাকশী- আঃ রহিম প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) পাকশী- আশিষ কুমার মন্ডল, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমাডেন্ট রেজওয়ানুল রহমান ও বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) পাকশী নাসির উদ্দীন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

[৫] রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ের প্রধান পরিদর্শক (সিআই) ইমদাদুল হক জানান- খুলনা থেকে তেল নিয়ে একটি লরি (কেপি-৭ আপ) পার্বতীপুর আসছিল। লরিটি পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে হলদিবাড়ী রেলগেট এলাকায় থামিয়ে এলএম মোঃ সেলিম ও এএলএম উজ্জল হোসেন ইঞ্জিন (ইঞ্জিন নং ৬৩১২) থেকে তেল পাচার শুরু করে। তেল পাচারের বিষয়টি জানতে পেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ের সিআই (সাধারণ শাখা) ইমদাদুল হক, ইন্সপেক্টর (গোয়েন্দা শাখা) নুর-এ-নবী ও উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন তড়িৎ অভিযান চালিয়ে এলএম মোঃ সেলিম, এএলএম উজ্জল হোসেন ও তেল চোরাকারবারী হাসান আলীকে ২১০ লিটার ডিজেল সহ হাতেনাতে ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে নিয়ে আসে।

[৬] এবিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ের প্রধান পরিদর্শক (সিআই) ইমদাদুল হক জানান, উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বাদী হয়ে তিন জনকে আসামী করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর কার্যালয়ে মামলা দায়ের করেন।

[৭] এলএম সেলিম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর এলাকার এরশাদ আলীর ছেলে। এএলএম উজ্জল হোসেন পার্বতীপুর পৌর এলাকার পাওয়ার হাউজ কলোনীর আফছার উদ্দিনের ছেলে এবং তেল চোরাকারবারী হাসান আলী একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
পার্বতীপুর ডিজেল সেডের লোকো ইনচার্জ মোঃ কাফিউল ইসলাম জানান, গতকাল রবিবার তেলবাহী গাড়িটি খুলনা থেকে পার্বতীপুর এসে পৌছায়। লোকোমোটিভের দুই স্টাফ ইঞ্জিন ঈশ্বরদী থেকে চার্জ নিয়ে পার্বতীপুর আসার বিষযটি নিশ্চিত করেন। তবে এঘটনায় তেল চুরির বিষয়ে তদন্ত কমিটি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়