এম এ হালিম,সাভারঃ [২] সাভারে নতুন ৫ শিল্প পুলিশ সদস্য ও ৭ জন স্বাস্থ্যকর্মীসহ সর্বোচ্চ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৯২ জন।
[৩] সোমবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেন।
[৪] তিনি বলেন, গতকাল রবিবার সাভারে ৪৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ বলে তাদের জানানো হয়। আক্রান্তদের মধ্যে ৫ জন শিল্প পুলিশ সদস্য ও ৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
[৫] এখন পর্যন্ত সাভারে চার জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ও ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি। সম্পাদনা : জেরিন আহমেদ