শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মাস্ক এখন বিশ্বজুড়ে নারীদের ফ্যাশন আইটেম

সালেহ্ বিপ্লব : [২] গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর খুব দ্রুত সারাবিশ্বকে গ্রাস করে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। করোনা সংক্রমণের ৫ম মাসে এসে মাস্ক এখন চলতি ফ্যাশনের অংশ হয়ে গেছে। রাষ্ট্রনায়ক, সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই এখন পোশাকের সঙ্গে মিলিয়ে মাস্ক পড়ছেন। বিবিসি, ফাস্ট নিউজ

[৩] অ্যাঞ্জেল ওবাসি নামের এক নারী ইনস্টাগ্রামে বাহারি মাস্ক পড়ে ছবি দিয়েছেন। তিনি জুম কনফারেন্সে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেই উপলক্ষেই বিশেষ পোশাকটি পরেন তিনি। তার ফ্যাশনেবল মাস্কপরা ছবিটি টুইটারে ১ লাখের বেশি লাইক কুড়িয়েছে।

[৪] বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ওবাসি বলেন, বেশ কয়েকবার আমি মাস্কটি পরেছি। এটি আমার স্টাইলের জন্য সবচেয়ে ভালো এবং নিরাপত্তার উপকরণ অবশ্যই।

[৫] যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি এরই মধ্যে ম্যাচ করা মাস্ক পরে সবার নজর কেড়েছেন।

[৬] স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা পোশাকের সঙ্গে রং মিলিয়ে মাস্ক পরছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রশংসা জুটেছে তার।

[৭] বিষয়টি ফ্যাশন ডিজাইনারদেরও নজরে পড়েছে। অনেকেই মাস্কসহ পোশাকের ডিজাইন করতে শুরু করেছেন। গিভেন্সি এরই মধ্যে বাজারে এনেছে তাদের মাস্ক এন্ড ক্যাপ কম্বো, যা মাস্ক ও ক্যাপের কম্বিনেশন। এর দাম পড়বে ৪২৫ থেকে ৫১৪ পাউন্ড।

[৮] ইটালির এক ডিজাইনার বানিয়েছেন ট্রিকিনি নামের এক পোশাক, যা মাস্ক ও বিকিনির একটি সেট। এ্যালেক্সা বীচওয়্যার এর কর্ণধার টিজিয়ানা কারামুজো এ প্রসঙ্গে জানান, তিনি মজা করার জন্য এই ডিজাইনটি করেছিলেন। কিন্তু ট্রিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার পর তার কাছে অর্ডার আসতে থাকে বন্যার তোড়ের মতো।

[৯] যুক্তরাষ্ট্রের রুমটপ ভিনটেজ বাজারে এনেছে ম্যাচিং মাস্ক ও টপস।

[১০] বিভিন্ন দেশের ফ্যাশন ডিজাইনাররা এখন মাস্ককে আরো বেশি গ্ল্যামারাস করার চেষ্টায় ব্যস্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়