সিরাজুল ইসলাম : [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তিনটি বাজারের ৪ ব্যবসায়ীকে চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা ১৮৬০ সনের ২৬৯ ধারায় ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।
[৩] জানা গেছে, সরকারি নির্দেশ আমান্য করে গণ জামায়েত করার কারনে সিংগাইর উপজেলার সাহরাইল, চারিগ্রাম ও গোলাইডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দন্ডিতদের মধ্যে-গোলাইডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানকে ১৫ হাজার , চারিগ্রাম বাজারের কাপড় ব্যবসায়ী আবুল কালামকে ১০ হাজার, সাহরাইল বাজারের ইলেকট্টনিক্স ব্যবসায়ী মোঃ ইস্্রাফিলকে ১০ হাজার ও ফাস্টফুড ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনকে দোকান খোলা রাখার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয় ।