শিরোনাম
◈ পাকিস্তান তালেবানে জ‌ড়া‌চ্ছে বাংলা‌দে‌শি তরুণরা, কিন্তু কীভাবে ◈ মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়: অনুপম খের ◈ যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ◈ এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে ◈ ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার ◈ সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার ◈ ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না ◈ ট্রাক প্রবেশ নিয়ন্ত্রণে যানজট, ভোগান্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ◈ খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক ◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ?

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটে লাশ ফেলে যাওয়া সেই বাস আটক

রাজু আলাউদ্দিন : [২] করোনায় আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির লাশ এবং তার মাকে সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনায় দূরপাল্লার আহাদ পরিবহনের সেই বাসটি জব্দ করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বাগজানা এলাকা থেকে বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারীকে আটক করতে পারেনি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান আহাদ পরিবহনের বাসটি জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আহাদ পরিবহনের বাসটি থানায় আনা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি।

[৪] জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুরের বাসিন্দা মিজানুর রহমান তিন চারদিন আগে ঢাকায় যান কোমরের ব্যথার চিকিৎসা করাতে। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন তার স্ত্রী। চিকিৎসা শেষে মাকে নিয়ে ঢাকার বিশ মাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে সোমবার রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওয়ানা দেয়।

[৫] পথিমধ্যে মিজানুর রহমান মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতের অন্ধকারেই জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে মাসহ ছেলের লাশটি ফেলে দিয়ে চলে যায় আহাদ পরিবহনের চালক ও হেলপার। এরপরই স্থানীয়রা জানতে পেরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। পরে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর ধামইরহাটে পাঠিয়ে দেয় উপজেলা প্রশাসন।

[৬] এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর বলেন, ‘ঘটনার পর থেকেই আহাদ পরিবহনের বাসটি খুঁজে বের করার জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে পাঁচবিবি থানা-পুলিশ মঙ্গলবার রাতে বাগজানা এলাকা থেকে সেই বাসটি জব্দ করে। বাসের চালক ও সহকারী আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়