শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন শিথিল করা সরকারের এ সিদ্ধান্ত সঠিক নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,  এখন যখন আমাদের সংক্রমণ পিকে বা উপরে উঠছে। তখন আমরা সব খুলে দিচ্ছি।  এটা আমি মনে করি মহামারীকে খুব ত্বরান্বিত করার জন্যই করা হচ্ছে।

[৩] তিনি বলেন, আমার এ ব্যাপারে সুস্পষ্ট একটা বক্তব্য আছে, তা হলো, যেসব দেশে এ ভাইরাসটি শুরুটা হয়েছে চায়না তারপর আমেরিকাতে। আমরা সেখানে দেখেছি সরকারের যে ইনহেরেন্ট পাওয়ার (অন্তর্নিহিত ক্ষমতা) আছে তা ব্যবহার করে মানুষকে ঘরে রাখার চেষ্টা করেছে।

[৪] বিএনপির এ নীতিনির্ধারক বলেন,  এছাড়া ‌ যেসব দেশে করোনা আক্লান্ত বেশি হয়েছিল তাদের দুই মাসের গ্রাফ চার্ট আপে ছিল তা থেকে তারা আস্তে আস্তে নিচের দিকে নামছে। ‌ এখন তারা অনেকটাই প্রশমিত অবস্থায় পৌঁছেছে। ‌ অন স্টেজ 2 স্টেজ অতিক্রম করে এখন তারা সবকিছু খুলে দিচ্ছে।

[৫] তিনি বলেন, কিন্তু আমরা অবাক হলাম । মার্চ মাসে 6 তারিখে প্রথম আমাদের একটা করোনা রোগী ধরা পরল।  তখন থেকে এখন পর্যন্ত সরকার কিন্তু তাদের  ইনহেরেন্ট যে পাওয়ারটা যেমন কারফিউ দেয়া  বা লকডাউনের জন্য আইন করা। রাস্তায় বের হলে পুলিশ এরেস্ট করবে এই ধরনের কোন কিছু গ্রহণ করা হয়নি। ‌বরং তা না করে ছুটি দেয়া হয়েছে। আর বাঙালির মনোযোগ ছুটি পেলেই ঘুরে বেড়ানো, বাড়িতে চলে যাওয়া। সেটা কিন্তু আমরা করেছি।

[৬] এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বিএনপির নীতিনির্ধারক একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়