শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন সাকিব

এল আর বাদল : [২] করোনা ভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় বেশি ম্যাচ মিস মিস করতে হচ্ছে না নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের। দুঃসময়ের মধ্যেও ব্যক্তিগতভাবে নিজেকে তাই ভাগ্যবান মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সাকিব জানিয়েছেন, নিষিদ্ধ হওয়ায় প্রায়ই তার খারাপ লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের মন্তব্য কখনো পড়ে দেখেন না। সাকিব জানান, সমোলোচনা থেকে বাঁচতে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেন।

[৩] যুক্তরাষ্ট্রে স্ত্রী-আর দুই কন্যাকে নিয়ে ভালোইতো কাটছে সময়। তবুও ভাবনাজুড়ে লাল সবুজের বাংলাদেশ। করোনা কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক সক্রিয়। নিচ্ছেন তহবিল গঠনের নানা উদ্যোগ। এর মাঝেও ক্রিকেট নিয়ে কথা বলতে হয়। ভক্তদের প্রশ্নের উত্তর দিতে হয়। ক্রিকবাজ

[৪] ১ বছরের নিষেধাজ্ঞার ৬ মাস পেরিয়ে গেছে। এর মধ্যে সাকিব খেলতে পারেননি শুধু ভারত-পাকিস্তান ও ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। করোনার কারণে ক্রিকেট কবে মাঠে গড়াবে। ঠিক নেই। এই ফাঁকে কমে আসছে নিষেধাজ্ঞার সময়। এমন দু:সময়ও নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন সাকিব।

[৫] সাকিব বলেন, বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে। যদি সব ঠিকঠাক থাকে, ঠিকমতো ফিরতে পারি, তাহলে যেটা হবে খুব বেশি খেলা মিস হবে না। সেদিক থেকে বলতে গেলে লাকি। তবে খেলা হোক আর না হোক এক বছরের নিষেধাজ্ঞার কারণে খারাপ লাগে। এটা খারাপ লাগেনা বললে ভুল হবে।

[৬] সাকিব আর সমালোচনা একই মুদ্রার দুই পিঠ। সব সহ্য করে নির্লিপ্ত থাকতে পারেন। নির্ভার থাকতে পারেন। এসব প্রশ্নের বহু উত্তর তাকে দিতে হয়েছে। আবারো তাই শোনা যাক, সমালোচনাকে কিভাবে গ্রহণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

[৭] সাকিব বলেন, এটা খুব মজার প্রশ্ন। প্রথমত আমি কমেন্টস দেখি না। দ্বিতীয়ত সেটা কোনোভাবে যদি আমার কাছে এসে যায় যে কেউ গালি দিয়েছে, আমি চিন্তা করি সেটা ইতিবাচক ভাবেই নেই। চেষ্টা করি আরও ভালো কিছু করতে যাতে গালি খেতে না হয়।

[৮] করোনা মোকাইবলায় সাধ্যমত কাজ করার প্রতিশ্রæতি সাকিবের। বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষর সংবলিত একটি ব্যাট নিলামে ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।- সূত্র, সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়