শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সি-১৩০ জে পরিবহন বিমান আনতে যুক্তরাজ্যে গেলো বিমান বাহিনীর ক্রু

ইসমাঈল হুসাইন ইমু : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৫টি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপ এর সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।

[৩] বিমানগুলোর মধ্যে দ্বিতীয় সি-১৩০জে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ক্রুদের মাধ্যমে যুক্তরাজ্য থেকে দেশে আনতে রোববার বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। এই মিশন সম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

[৪] বিমান বাহিনীর এয়ার ক্রুদের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ বিমানের উক্ত চ্যাটার্ড ফ্লাইটের মাধ্যমে করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

[৫] এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিমের সহযোগীতায় ওই বিমানেই যুক্তরাজ্যে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়