আল আমিন, ময়মনসিংহ : [২] শনিবার ভোররাতে র্যাব এই অভিযান চালায়।
[৩] র্যাব-১৪ এর দল অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর পুরহিত পাড়া এলাকায় অভিযান চালিয়ে শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি যুবলীগ নেতা ইয়াছানী আরাফাত শাওন ও তার সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে।
[৪] এসময় শাওনের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করে র্যাব-১৪।
[৫] র্যাব জানায়, যুবলীগ নেতা শাওনের বিরুদ্ধে চরপাড়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। শাওনকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় চরপাড়া এলাকায় দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ মানববন্ধন করেছিল এলাকাবাসী। এর আগেও শাওনকে একাধিকবার গ্রেপ্তারের উদ্যোগ নিলেও রাজনৈতিক শেল্টারের কারণে সফল হতে পারেনি।
[৬] ইয়াছানী আরাফাত শাওন ও তার সহযোগীরা চরপাড়া, পুরহিত পাড়া, চামড়াগুদাম, বাহ্মপল্লী এলাকাসহ আশপাশের এলাকার মাদকের কারবার নিয়ন্ত্রণ করে আসছিল। শাওন ও তার সহযোগীদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী শাওন ও তার সহযোগীদেও দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। সম্পাদনা: জেরিন আহমেদ