শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজে দক্ষ টেকনোলজিষ্ট ও কিছু যন্ত্রপাতির অভাব

আরিফ হোসেন: [২] করোনা পরীক্ষায় খুলনা পিসিআর ল্যাবে দক্ষ টেকনোলজিষ্টের অভাব রয়েছে। করোনা পরীক্ষায় খুলনার সরকারি হাসপাতালে প্যাথলজি রি এজেন্ট, পোর্টেবল এক্সরে মেশিন ও বায়ো হ্যাজার্ড ব্যাগের সঙ্কট রয়েছে। দ্রুত এসব সঙ্কট নিরসনের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নিউজ ২৪

[৩] খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় বর্তমানে ৬শ’ মতো কীট রয়েছে। প্রতিদিন গড়ে একশ কীট ব্যবহার হলে আগামী ৫/৬ দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে।

[৪] চিকিৎসকরা বলছেন, খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলেও প্যাথলজি পরীক্ষায় এখানে পর্যাপ্ত রিএজেন্ট নেই। এছাড়া প্রয়োজনে রোগীর কাছে গিয়ে এক্সরে করার জন্য পোর্টেবল এক্সরে মেশিন, রোগীর পোশাক ও বায়ো হ্যাজার্ড ব্যাগ ও অটোক্লেভ মেশিনও নেই। এতে ঝুঁকিতে থাকার কথা বলছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।

[৫] একই সাথে রয়েছে রোগীর নমুনা সংগ্রহে প্রশিক্ষিত লোকবলের অভাব। বর্তমানে পিসিআর ল্যাবে টেকনোলজিষ্ট রয়েছেন মাত্র একজন। কোন কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে নমুনা পরীক্ষায় সমস্যা দেখা দেবে।

[৬] নানা সীমাবদ্ধতা থাকলেও করোনা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

[৭] করোনা চিকিৎসায় দ্রুত পোর্টেবল এক্সরে মেশিন ও বায়ো হ্যাজার্ড ব্যাগ সরবরাহের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়