শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজে দক্ষ টেকনোলজিষ্ট ও কিছু যন্ত্রপাতির অভাব

আরিফ হোসেন: [২] করোনা পরীক্ষায় খুলনা পিসিআর ল্যাবে দক্ষ টেকনোলজিষ্টের অভাব রয়েছে। করোনা পরীক্ষায় খুলনার সরকারি হাসপাতালে প্যাথলজি রি এজেন্ট, পোর্টেবল এক্সরে মেশিন ও বায়ো হ্যাজার্ড ব্যাগের সঙ্কট রয়েছে। দ্রুত এসব সঙ্কট নিরসনের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নিউজ ২৪

[৩] খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় বর্তমানে ৬শ’ মতো কীট রয়েছে। প্রতিদিন গড়ে একশ কীট ব্যবহার হলে আগামী ৫/৬ দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে।

[৪] চিকিৎসকরা বলছেন, খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলেও প্যাথলজি পরীক্ষায় এখানে পর্যাপ্ত রিএজেন্ট নেই। এছাড়া প্রয়োজনে রোগীর কাছে গিয়ে এক্সরে করার জন্য পোর্টেবল এক্সরে মেশিন, রোগীর পোশাক ও বায়ো হ্যাজার্ড ব্যাগ ও অটোক্লেভ মেশিনও নেই। এতে ঝুঁকিতে থাকার কথা বলছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।

[৫] একই সাথে রয়েছে রোগীর নমুনা সংগ্রহে প্রশিক্ষিত লোকবলের অভাব। বর্তমানে পিসিআর ল্যাবে টেকনোলজিষ্ট রয়েছেন মাত্র একজন। কোন কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে নমুনা পরীক্ষায় সমস্যা দেখা দেবে।

[৬] নানা সীমাবদ্ধতা থাকলেও করোনা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

[৭] করোনা চিকিৎসায় দ্রুত পোর্টেবল এক্সরে মেশিন ও বায়ো হ্যাজার্ড ব্যাগ সরবরাহের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়