শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিক ও নাহিদ  ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধসের মুখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ২ কোটি মানুষের জীবিকা, ঈদেও পুঁজি ফেরতের নিশ্চয়তা নেই

আরিফ হোসেন: [২] কেউ চাকুরি হারানোর শঙ্কায়, কেউ আবার নিজেদের শেষ পুঁজিটুকু হারানোর শঙ্কায় দিন পার করছে। বৈশাখের পর এবার সবচেয়ে বড় ব্যবসার মৌসুম ঈদেও মুনাফা দুরে থাক পুঁজি ফেরত পাবার নিশ্চয়তাটুকুও পাচ্ছে না তারা। নিউজ ২৪

[৩] সরকার প্রণোদনা ঘোষণা করলেও তা নিয়ে রয়েছে নানা জটিলতা। ছোট ছোট কারখানা আর হাতে গোনা কয়েক জন শ্রমিক এমন ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী প্রায় ২০ লাখ। বিভিন্ন কুটির শিল্পের সঙ্গেও জড়িত প্রায় ৬৮ লাখ উদ্যোক্তা। সরকারি হিসেবে দেশে ক্ষুদ্র ও মাঝারি মানের এসব শিল্পে কর্মরত প্রায় আড়াই কোটি মানুষ। যাদের প্রায় সবাই করোনায় ক্ষতিগ্রস্ত।

[৪] টানা লকডাউনে কারখানা বন্ধ তাও আবার এমন এক সময়ে যা ব্যবসার প্রধান দুই মৌসুম। বৈশাখের পর এবার ঈদ সামনে। তবে ক্ষতি কাটিয়ে উঠার কোন সুযোগ কাজে লাগাতে পারছেন না। ঘরে বসেই গুনতে হচ্ছে ভাড়া, বিদ্যৎ বিলসহ নানা খরচ। এজন্য ধীরে ধীরে কারখানা খুলে দেয়ার অনুমতি চান।

[৫] ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ২০ হাজার কোটি টাকার তহবিল। যা বাস্তবায়নে বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক। যেখানে বলা হয়েছে ঋণ নিতে হবে কোন এসোসিয়েশনের সহায়তায়। এছাড়া রয়েছে জামানতের জটিলতা। সব মিলে প্রকৃত উদ্যোক্তারা পাবেন না বলছেন সংশ্লিষ্টরা।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। দিতে হবে জামানতবিহীন সহজলভ্য ঋণ সুবিধা। এছাড়া ঈদ সামনে রেখে বিশেষ ব্যবস্থায় ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রির ব্যবস্থার কথাও বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়