রাইজিংবিডি : [২] তিনি বলেন, যদিও সিনেমার দৃশ্যের প্রয়োজনে এটা করতে হয়েছে। কেন ভালোবাসলাম’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্যের শুটিং করতে গিয়ে প্রথমবারের মতো কোনও নায়ককে চুম্বন দিতে হয়েছে তাকে। এ সিনেমায় নায়ক ফেরদৌস।
[৩] কক্সবাজারে এ সিনেমার গানে চুম্বন দৃশ্যের শুটিং করা হয়। এ সময় অনেক লোক সামনে ছিলো। শুটিংয়ে প্রথমবার চুম্বন দৃশ্যের অভিজ্ঞতা সম্পর্কে এভাবেই বললেন তিনি।
[৪] দৃশ্যের প্রয়োজনেই চুম্বন করে থাকেন শিল্পীরা। কিন্তু চুম্বন দৃশ্য পর্দায় উপস্থাপন করাটা সহজ বিষয় নয়। আর দৃশ্যটি যদি কোনও অভিনয়শিল্পীর ক্যারিয়ারে প্রথম হয়, তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে যায়। অনুলিখন : মাজহারুল ইসলাম