শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় মৃত্যুর লাগাম টেনে বাড়ছে সুস্থের হার

রাজু আলাউদ্দিন : [২] মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা।

[৩] দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭৪ জন। আর করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের।

[৪] এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৩৮ জনে।

[৫] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। তাদের মধ্যে আরও ৫৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ২৩৯টি। তিনি আরও জানান, যারা মারা গেছেন তাদের একজন পুরুষ, একজন নারী। একজন ষাটোর্ধ্ব ও একজন পঞ্চাশোর্ধ্ব।

[৬] নাসিমা সুলতানা বলেন, আমাদের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ, উপসর্গ নেই। ভালো হওয়ার পর পরপর দুটি টেস্ট করতে হয়। হয়তো তাদের কারও একটি টেস্ট হয়েছে, আরেকটি হয়নি, এ পর্যায়ে আছে। আবার কারও কারও হয়তো একটিও হয়নি, তবে লক্ষণ নেই। লক্ষণ, উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা পুনরায় টেস্টগুলো করি।

[৭] এদিকে করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৩৩ লাখ। এছাড়া মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের। করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায়ই প্রাণ হারিয়েছেন দুই সহস্রাধিক মানুষ। তবে আশার বাণী হলো, এখন পর্যন্ত মোট আক্রান্তদের প্রায় সাড়ে ১০ লাখ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়