শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা, তাহসানের ‘ঈর্ষা’ গানের লিরিক্স বিক্রি সাড়ে ৭ লাখ টাকায়

আরিফ হোসন: [২] নিলামে উঠতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরীদির সবচেয়ে বহুল ব্যবহৃত চশমা। এর আগে নিলামে উঠে কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা। যা থেকে প্রাপ্ত সাড়ে সাত লাখ টাকা দিয়ে অসহায়দের সহায়তা করবে বেসরকারি সংস্থা ব্র্যাক। নিউজ২৪

[৩] বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও এ মিছিল লম্বা হচ্ছে দিনে দিনে। দেশের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। তাঁদের সহায়তায় এগিয়ে আসছেন তারকারা।

[৪] করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন তারা।

[৫] করোনা কালীন এই সংকট মোকাবিলায় গায়ক তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’এর মাস্টার ক্যাসেট ও ‘ঈর্ষা’ গান লেখার কাগজটি নিলামে তোলেন তারা। যা বিক্রি হয়েছে সাড়ে সাত লাখ টাকায়। এই অর্থ দেওয়া হবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে, যা দিয়ে অসহায় তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক।

[৬] সাড়ে সাত লাখ টাকা দিয়ে প্রিয় শিল্পীর ক্যাসেট ও গান লেখার কাগজটি কিনেছেন আমিন হাসান নামে এক তাহসান ভক্ত। তাহসানের পর এবার নিলামে তোলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ব্যবহৃত শেষ চশমাটি। যার মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজ থেকে পরিচালিত হবে এই নিলাম।

[৭] অকশন ফর অ্যাকশন, পেজের মাধ্যমে নিলামে তোলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গত বিশ্বকাপ মাতানো ব্যাটটি। ২০ লাখ টাকায় বিক্রি হওয়া টাকা দিয়ে সাকিব আল হাসান ফাউন্ডেশন সাহায্য করছে অসহায়দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়