নজরুল ইসলাম : [২] জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন জানান, সদর উপজেলার টিসি মার্কেট, রায়শ্রী রোড, চাঁদনীঘাট, কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় তদারকি করে রা হয়।
[৩] খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রয়মূল্য যাচাই করা হয়।
[৪] মূল্য তালিকা না রাখা, বিএসটিআই মান পরীক্ষায় অনুত্তীর্ণ শাহী ঘি বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের রায়শ্রী রোডের আলমাস পোল্ট্রিকে ৫০০, চাঁদনীঘাট বাজারের রাধিকা ভ্যারাইটিজ স্টোরকে ৪,০০০ ও কুলাউড়া রোডের নিহা ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।