শিরোনাম

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর কোরিয়ার সবকিছু স্বাভাবিক আছে: দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশ প্রতিদিন : [২] উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের স্বাস্থ্যসহ দেশটির সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং-দু।

[৩] গত কিছুদিন ধরে কিম জং-উনের স্বাস্থ্য সম্পর্কিত নানা গুজব এবং এ ব্যপারে পিয়ংইয়ংরের রহস্যময় নীরবতা সে গুজবকে যখন শক্তিশালী করছে তখন কিয়ং-দু একথা জানালেন।

[৪] তিনি বুধবার এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং কিম জং-উন আগের মতোই রাষ্ট্র পরিচালিনার কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার এ মন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দীর্ঘদিন ধরে জনসমক্ষে না আসা নতুন কোনো বিষয় নয়। তিনি সব সময়ই এটি করে থাকেন।

[৫] গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। পশ্চিমা গণমাধ্যমগুলো এরইমধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে; এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করেছে।

[৬] কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। সূত্র: পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়