শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষা ও চিকিৎসার অনুমতি পেলো ৪টি বেসরকারি হাসপাতাল

মাজহারুল ইসলাম : [২] বুধবার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।

[৩] হাসপাতালগুলো হলো, এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

[৪] ডা. নাসিমা সুলতানা ওই ৩ হাসপাতালে বাইরের রোগী পরীক্ষায় অনুমতি না দেয়ার কারণ হিসেব বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে। এজন্য তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

[৫] তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হলো। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮জন নিয়ে দেশে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় যে ৮জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ জনই ঢাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়