শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষা ও চিকিৎসার অনুমতি পেলো ৪টি বেসরকারি হাসপাতাল

মাজহারুল ইসলাম : [২] বুধবার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।

[৩] হাসপাতালগুলো হলো, এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

[৪] ডা. নাসিমা সুলতানা ওই ৩ হাসপাতালে বাইরের রোগী পরীক্ষায় অনুমতি না দেয়ার কারণ হিসেব বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে। এজন্য তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

[৫] তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হলো। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮জন নিয়ে দেশে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় যে ৮জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ জনই ঢাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়