শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষা ও চিকিৎসার অনুমতি পেলো ৪টি বেসরকারি হাসপাতাল

মাজহারুল ইসলাম : [২] বুধবার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।

[৩] হাসপাতালগুলো হলো, এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

[৪] ডা. নাসিমা সুলতানা ওই ৩ হাসপাতালে বাইরের রোগী পরীক্ষায় অনুমতি না দেয়ার কারণ হিসেব বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে। এজন্য তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

[৫] তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হলো। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮জন নিয়ে দেশে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় যে ৮জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ জনই ঢাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়