শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষা ও চিকিৎসার অনুমতি পেলো ৪টি বেসরকারি হাসপাতাল

মাজহারুল ইসলাম : [২] বুধবার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।

[৩] হাসপাতালগুলো হলো, এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

[৪] ডা. নাসিমা সুলতানা ওই ৩ হাসপাতালে বাইরের রোগী পরীক্ষায় অনুমতি না দেয়ার কারণ হিসেব বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে। এজন্য তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

[৫] তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হলো। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৮জন নিয়ে দেশে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় যে ৮জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ জনই ঢাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়