শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু অনুশীলন নয়, বয়সভিত্তিক ক্রিকেটার ভিন্ন কিছুও করতে বলছে বিসিবি

আক্তারুজ্জামান : [২] অদৃশ্য শত্রুর আঘাতে ছিন্নভিন্ন বিশ্ব। বন্ধ ক্রীড়াঙ্গন। ঘরবন্দী মানুষ। তবে এর মধ্যেও নিজেদের ফিট রাখার চ্যালেঞ্জ খেলোয়াড়দের। কেননা একটু বেসামাল হলেই শরীরে মেদ জমবে আর ফর্মে ভাটা পড়বে। তাই বিশেষ নজর রাখতেই হচ্ছে তাদের।

[৩] ঘরবন্দী 'সিনিয়র' ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটারদের শুধু ফিটনেস ঠিক রাখাই নয়, সঙ্গে আরও কিছু নির্দেশনা দেয়া হয়েছে বিসিবি।

[৪] ক্রিকেটীয় ব্যস্ততার কারণে স্কুলের পড়াশোনায় তেমন সময় দেয়া হয় না খেলোয়াড়দের। এখন হাতে যেহেতু অফুরন্ত সময়, এই সময় একাডেমিক বইয়ের বাইরেও উপন্যাস, বিখ্যাত ক্রিকেটার কিংবা খেলার বাইরে বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী পড়ার পরামর্শ দেয়া হয়েছে। অনলাইনে সফল ক্রিকেটার কিংবা কোচদের পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে।

[৫] বিসিবি গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার বললেন, 'ক্রিকেটাররা একাডেমিক জ্ঞান, ক্রিকেট নিয়ে তাত্ত্বিক জ্ঞান যেন চর্চা করতে পারে, সেই নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের জেলা ও বিভাগীয় কোচদের। তারা হোয়াটসআপ কিংবা মেসেঞ্জার গ্রুপে সেটি জানিয়ে দিচ্ছে তাদের অধীনে থাকা ক্রিকেটারদের।' প্রথম আলো

[৬] জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক বিষয়েও পরামর্শ দেয়া হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটারদের। মোহাম্মদ কাওসার বললেন, 'আমরা ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করছি যেন নিজের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় তারা। সহায়তা হতে পারে ১০০, ২০০, ৫০০ টাকা দিয়ে কিংবা এক কেজি চাল দিয়ে। এই দুর্যোগে খেলোয়াড়দের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠাও গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়