শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু অনুশীলন নয়, বয়সভিত্তিক ক্রিকেটার ভিন্ন কিছুও করতে বলছে বিসিবি

আক্তারুজ্জামান : [২] অদৃশ্য শত্রুর আঘাতে ছিন্নভিন্ন বিশ্ব। বন্ধ ক্রীড়াঙ্গন। ঘরবন্দী মানুষ। তবে এর মধ্যেও নিজেদের ফিট রাখার চ্যালেঞ্জ খেলোয়াড়দের। কেননা একটু বেসামাল হলেই শরীরে মেদ জমবে আর ফর্মে ভাটা পড়বে। তাই বিশেষ নজর রাখতেই হচ্ছে তাদের।

[৩] ঘরবন্দী 'সিনিয়র' ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটারদের শুধু ফিটনেস ঠিক রাখাই নয়, সঙ্গে আরও কিছু নির্দেশনা দেয়া হয়েছে বিসিবি।

[৪] ক্রিকেটীয় ব্যস্ততার কারণে স্কুলের পড়াশোনায় তেমন সময় দেয়া হয় না খেলোয়াড়দের। এখন হাতে যেহেতু অফুরন্ত সময়, এই সময় একাডেমিক বইয়ের বাইরেও উপন্যাস, বিখ্যাত ক্রিকেটার কিংবা খেলার বাইরে বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী পড়ার পরামর্শ দেয়া হয়েছে। অনলাইনে সফল ক্রিকেটার কিংবা কোচদের পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে।

[৫] বিসিবি গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার বললেন, 'ক্রিকেটাররা একাডেমিক জ্ঞান, ক্রিকেট নিয়ে তাত্ত্বিক জ্ঞান যেন চর্চা করতে পারে, সেই নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের জেলা ও বিভাগীয় কোচদের। তারা হোয়াটসআপ কিংবা মেসেঞ্জার গ্রুপে সেটি জানিয়ে দিচ্ছে তাদের অধীনে থাকা ক্রিকেটারদের।' প্রথম আলো

[৬] জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক বিষয়েও পরামর্শ দেয়া হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটারদের। মোহাম্মদ কাওসার বললেন, 'আমরা ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করছি যেন নিজের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় তারা। সহায়তা হতে পারে ১০০, ২০০, ৫০০ টাকা দিয়ে কিংবা এক কেজি চাল দিয়ে। এই দুর্যোগে খেলোয়াড়দের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠাও গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়