মোঃ সোহাগ হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : [২] ফোনে খবর পেলেন অনাহারে একটি গরীব রিকশা চালকের পরিবার।জানার পর,মঙ্গলবার নিজ অর্থায়নে কর্মহীন রিকশাচালকের পরিবারকে মানবিক সাহায্য ও ইফতার সামগ্রী প্রদান করেন মির্জাগঞ্জে থানার ওসি।
[৩] খাদ্য সামগ্রী হিসেবে ছিলো -১৪ কেজি চাল, ২কেজি আলু, ২কেজি ডাল, ১কেজি পিয়াজ, ২ লিটার তৈল, ১ কেজি লবন, ছোলা ডাল ১ কেজি, আটা ১কেজি ও জুস।
[৪] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, জানতে পারলাম করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বাহির হতে পারছনে ওই রিকশা চালক।ফলে কর্মহীন হয়ে অনাহারে তিন সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবন কাটাছে।তাই তার পরিবারকে আমার সামার্থ মাফিক মানবিক সাহায্য প্রদান করলাম।যেন কিছু দিন বউ, বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাতে নায় হয় এবং রোজা রেখে দু'মুঠো খেয়ে ইফতার করতে পারে।
আপনার মতামত লিখুন :