শিরোনাম
◈ আমেরিকায় বাংলাদেশি হাবিব নুরের সফলতার গল্প: বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা ◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৫ নারীসহ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন, শনাক্ত ৩০৯

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪’শ ২২টি। এরমধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩’শ ৩৭টি। উল্লেখ শুক্রবার থাকার কারণে বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেননি। এপর্যন্ত কোভিড আক্রান্ত ব্যাক্তি ৪ হাজার ৯’শ ৯৮ জন।

[৩] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। মোট মৃত্যু ১৪০ জন। এদের বয়স হিসেব করলে দেখা যাচ্ছে ৯ জনের মধ্যে ৭ জনেরই বয়স ৭০ এর বেশি, ৫১-৬০ বছরের একজন, ৬০ উর্দ্ধো একজন।

[৪] এদের মধ্যে ঢাকার তিনজন। ঢাকার বাইরে ৬ জন। নারায়ণগঞ্জে ২, টাঙ্গাইলে ১, মাদারীপুরে ১, ময়মনসিংহ ১ এবং জয়পুরহাটে ২ জন মৃত্যু বরন করেছেন।

[৫] গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে হোম এবং প্রাতিষ্ঠানিক মিলিয়ে ১২৪ জন। এপর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৩’শ ৯৫ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৫৭ জন। এপর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ১’শ ৬৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৪ হাজার ৪’শ ৯১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৬ হাজার ৪’শ ৮০ জন। মোট ৮০ হাজার ৯’শ ৭১ জন কোয়ারেন্টাইনে আছেন।

[৬] পিপিই এপর্যন্ত সংগ্রহ হয়েছে ১৫ লাখ ১৬ হাজার ১’শ ৯০টি। বিতরণ করা হয়েছে এপর্যন্ত ১২ লাখ ৫২ হাজার ২’শ ৩৩। বর্তমানে মজুদ আছে ২ লাখ ৬৩ হাজার ৯’শ ৫৭টি। গত ২৪ ঘন্টায় নতুন কোনো পিপিই সংগ্রহ হয়নি। তবে বিতরণ হয়েছে ১০ হাজার ১’শ ৪৫টি।

[৭] অমোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৩৯৭টি। ১৪ লাখ ৪৩ হাজার ৬৭০টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়