শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৫ নারীসহ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন, শনাক্ত ৩০৯

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪’শ ২২টি। এরমধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩’শ ৩৭টি। উল্লেখ শুক্রবার থাকার কারণে বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেননি। এপর্যন্ত কোভিড আক্রান্ত ব্যাক্তি ৪ হাজার ৯’শ ৯৮ জন।

[৩] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। মোট মৃত্যু ১৪০ জন। এদের বয়স হিসেব করলে দেখা যাচ্ছে ৯ জনের মধ্যে ৭ জনেরই বয়স ৭০ এর বেশি, ৫১-৬০ বছরের একজন, ৬০ উর্দ্ধো একজন।

[৪] এদের মধ্যে ঢাকার তিনজন। ঢাকার বাইরে ৬ জন। নারায়ণগঞ্জে ২, টাঙ্গাইলে ১, মাদারীপুরে ১, ময়মনসিংহ ১ এবং জয়পুরহাটে ২ জন মৃত্যু বরন করেছেন।

[৫] গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে হোম এবং প্রাতিষ্ঠানিক মিলিয়ে ১২৪ জন। এপর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৩’শ ৯৫ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৫৭ জন। এপর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ১’শ ৬৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৪ হাজার ৪’শ ৯১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৬ হাজার ৪’শ ৮০ জন। মোট ৮০ হাজার ৯’শ ৭১ জন কোয়ারেন্টাইনে আছেন।

[৬] পিপিই এপর্যন্ত সংগ্রহ হয়েছে ১৫ লাখ ১৬ হাজার ১’শ ৯০টি। বিতরণ করা হয়েছে এপর্যন্ত ১২ লাখ ৫২ হাজার ২’শ ৩৩। বর্তমানে মজুদ আছে ২ লাখ ৬৩ হাজার ৯’শ ৫৭টি। গত ২৪ ঘন্টায় নতুন কোনো পিপিই সংগ্রহ হয়নি। তবে বিতরণ হয়েছে ১০ হাজার ১’শ ৪৫টি।

[৭] অমোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৩৯৭টি। ১৪ লাখ ৪৩ হাজার ৬৭০টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়