শিরোনাম
◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

মনজুর এ অনিক: [২] জেলার ঢাকা-চট্টগ্রাম মহাড়ক অজ্ঞাত দুই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় পুলিশ বক্স এবং সানারপাড় এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

[৩] তবে মরদেহ গুলোতে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৪] ঘটনাস্থালে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন জানায়, মহাসড়কের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই। শারীরিক অসুস্থ্যাতার কারণে গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

[৫] সিদ্ধিরগঞ্জ ওসি হাজী কামরুল ফারুক জানায়, সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় ও সানারপাড় এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থ্যাতার কারণে স্ট্রোক করে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

[৬] এছাড়াও করোনা ভাইরাসে তাদের মৃত্যু হয়েছে কিনা সেজন্য তাদের নমুনা এবং ডিএনএ টেষ্টের জন্যও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়