শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় নয়, গাভাস্কার এবছরেই ভারতে চাইছেন বিশ্বকাপ

এল আর বাদল : [২] চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এর পরের বছরেই আবার এই বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

[৩] অস্ট্রেলিয়া নয়। ভারতেই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হোক এই বছরে। এমনই অভিনব বার্তা দিলেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। দু বছর পরপর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা।

[৪] করোনার কারণে আপাতত ৬ মাস লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে। এতেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ফাঁপরে পড়েছে। বিশ্বকাপ নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমন অবস্থাতেই সুনীল গাভাস্কারের পরামর্শ ভারত চলতি বছরে বিশ্বকাপ আয়োজন করে অস্ট্রেলিয়া আগামী বছরের দায়িত্ব নিক।-ইন্ডিয়া টুডে

[৫] কিংবদন্তি জানিয়েছেন, সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বিদেশিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার কথা অক্টোবরে। এই মুহূর্তে বেশ কঠিন মনে হচ্ছে বিষয়টা।

[৬] এর পরে তিনি আরো জানিয়েছেন, পরের বছর বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের। ভারতে যেহেতু করোনা সংক্রমণ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে তাই ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে অদল বদল করে নিতে পারে। এই বছরের অক্টোবর-নভেম্বরে ভারত টুর্নামেন্টের আয়োজন করে পরের বছর অস্ট্রেলিয়া দায়িত্ব নিতে পারে।

[৭] বিসিসিআই আপাতত আইপিএল আয়োজন নিয়েও ব্যতিব্যস্ত। তবে ৭০ বছরের মহারথী সেই উপায়ও বাতলে দিয়েছেন। জানিয়েছেন, যদি ভারতে বিশ্বকাপ আয়োজন করা হয়। তাহলে ঠিক তার আগেই আইপিএল খেলা হোক। এতে ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিতে পারবে। তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ডিসেম্বরে এশিয়া কাপ খেলা সম্ভব। আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ডিসেম্বর আদর্শ সময়।- ইন্ড্য়িান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়