ইয়াসিন আরাফাত : [২] কিছুতেই মাস্ক পরবে না ছেলে। সেই রাগে ৭৮ বছর বয়সি বাবা গলা টিপে হত্যা করেছে নিজের ৪৫ বছর বয়সি ছেলেকে। রোববার সন্ধ্যায় ভারতের উত্তর কলকাতার শোভাবাজার লেনের এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
[৩] স্থানীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, হত্যার পর অভিযুক্ত বংশীধর মল্লিক নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, তার ছেলে শীর্ষেন্দু মল্লিক বিশেষ চাহিদা সম্পন্ন। এদিন সন্ধ্যায় বাড়ি থেকে মাস্ক ছাড়া বের হতে গেলেই গন্ডগোল বাঁধে বাবা-ছেলের। শত চেষ্টা করেও ছেলেকে মাস্ক পরাতে পারেননি বাবা। ফলে মেজাজ হারিয়ে ছেলের গলায় কাপড় জড়িয়ে খুন করেন বংশীধর মল্লিক।
[৩] অভিযুক্ত বংশীধর মল্লিকের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠায় স্থানীয় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারায় মামলাও দায়ের করা হয়েছে। পাশাপাশি চলছে তদন্ত।