মুসা কলিম মুকুল : সব দেখেশুনে মনে হয় করোনা ফিরে ফিরে আসবে। যে সব লোকের বছরের পর বছর কোয়ারেন্টাইনে থাকার জারিজুরি আছে তাদের ছাড়া পৃথিবীর সব খেটে খাওয়া ও আমমানুষকে মনে হয় করোনা একবার না একবার ছোঁবে। তাদের মধ্যে হয়তো কেউ কেউ মরে যাবে, অনেকের জ্বর-কাশি হয়ে সেরে যাবে, অনেকের ঘুষঘুষে জ্বর হয়েই ছেড়ে যাবে, অনেকের কিছুই হবে না। কোয়ারেন্টাইনে থাকার সামর্থ্য আছে যাদের তারা মনে হয় এক বিদঘুটে বন্দি জীবন পার করবে। মৃত্যু মন্দ কিছু নয়। মন্দ হলো জীবন থাকতে মৃত। কেউ মৃত্যুর ভয়ে জীবন্মৃত, কেউ জীবনের অভাবে জীবন্মৃত। কে প্রাণবন্ত? সম্পত্তিওয়ালা? ভূমিহীন? কেউ নয়।
ভাইলোগ, জমির দলিল উঠিয়ে দাও। ভাগযোগ করে খাও-দাও, গান গাও। জীবনকে মিলেমিশে যাপন করো। মৃত্যু এলে মরে যাও। পরিজন মরে গেলে দিল খুলে বিচ্ছেদ গাও। এই জীবন্মৃতদশা কাঁহাতক ভালো লাগে? কয়শ বছর? ফেসবুক থেকে