শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তদের সেবায় প্রাসাদ ছেড়ে হাসপাতালে রাজকুমারী

আবুল বাশার নূরু।।[২] করোনা ভাইরাসে প্রতিদিন হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারি দেখে রাজ প্রাসাদ ছেড়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হাসপাতালে এসে রোগীদের সেবায় কাজ শুরু করেছেন সুইডেনের রাজকুমারী সোফিয়া।

[৩]আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, করোনার ভয়াল থাবায় কীভাবে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃসময়ে পাশে থাকা যায় সে চেষ্টা চিল সোফিয়ার। এরপরই কীভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোভিড ১৯ রোগীদের দেখভাল করা যায় সে বিষয়ে একটি অনলাইন কোর্স করেন তিনি। প্রশিক্ষণের নেওয়ার পরই তিনি স্বেচ্ছাসেবক হিসেবে স্টকহোমের সোফিয়াহেম্মেট হাসপাতালে কাজ শুরু করেন।

[৪]রাজ পরিবারের বলছে, এই সংকটময় মুহূর্তে রাজকুমারী সোফিয়া চেয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে। তাই তিনি অনলাইনে এ সংক্রান্ত তিন দিনের একটি কোর্স করেন।

চিকিৎসা বিজ্ঞান পড়েন নি, কিন্তু জরুরি অবস্থায় চিকিৎসক, নার্সদের সাহায্য করতে পারবে এ লক্ষ্যে ৮০ জনকে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছে স্টকহোমের সোফিয়াহেম্মেট হাসপাতাল।

[৫]খবরে বলা হয়, রাজকুমারী সোফিয়া সরাসরি করোনা ভাইরাস রোগীদের সংস্পর্শে আসবেন না। স্বাস্থ্যসেবায় সহযোগী হিসেবে চিকিৎসক এবং নার্সদের ওপর যতটা সম্ভব চাপ কমানো যায় সেটাই তিনি দেখবেন। সব ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কি না তা নজরদারি করছেন, রান্না করা, চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করাসহ নানান কাজের দায়িত্ব নিয়েছেন সোফিয়া।

[৬]শেষ খবর পর্যন্ত সুইডেনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে।

জানা যায়, সোফিয়া একসময় নামকরা মডেল ছিলেন। পরবর্তীতে ৪০ বছর বয়সী প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ে হয় রাজকুমারী সোফিয়া। বিবিসি ও এনডিটিভি।দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়