শিরোনাম
◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল ◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার চট্টগ্রামে আরো পাঁচজন করোনা রোগী শনাক্ত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালীর একজন সহ নতুন আক্রান্তের সংখ্যা ৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, বিআইটিআইডিতে ১০৯ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ জন। বৃহত্তর চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৬ জনের চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগে দুজনের মৃত্যু হয়েছে। মৃত একজন নোয়াখারীর সেনবাগের পুরুষ (৪০)বছর। আরেকজন মৃত নগরীর বন্দর থানার নিমতলায় মহিলা (৩০) বছর। বাকি চার জন আক্রান্তের মধ্যে আনোয়ারা পুরুষ (৩০) , পটিয়ার কাগজি পাড়া মহিলা বয়স (৪৫) , চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইনে (২৫) ও (২৬) বছর বয়সী দুজন পুলিশ সদস্য।

[৪] এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস (কোভিড-১৯) ১’শ ১৮ জনের নমুনা পরীক্ষায় আরও ১২ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১১ জন চট্টগ্রাম জেলার। তার মধ্যে একজন নোয়াখালীর জেলার সোনাইমুড়ি উপজেলার পশ্চিম চাদঁপুর মহিলা বয়স (২৭) বছর। চট্টগ্রাম জেলার ১১ জন হলেন নগরীর পাহাড়তলী থানার সাগরিকা হাক্কানি পেট্রোল এলাকার চারজন। তাদের বয়স যথাক্রমে, মহিলা (১৮) বছর, পুরুষ (২১) বছর, পুরুষ(২৪), মহিলা (৪০) বছর, বোয়ালখালী উপজেলার (৭০) বছর, তিনি নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগরীর পাচঁলাইশ কাতালগঞ্জের পুরুষ (২৮) বছর, সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর ৫ জন, যথাক্রমে, (৩০) বছর, (২৭) বছর, (২৫) বছর ও (২৭) বছর। চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়