শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার চট্টগ্রামে আরো পাঁচজন করোনা রোগী শনাক্ত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালীর একজন সহ নতুন আক্রান্তের সংখ্যা ৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, বিআইটিআইডিতে ১০৯ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ জন। বৃহত্তর চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৬ জনের চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগে দুজনের মৃত্যু হয়েছে। মৃত একজন নোয়াখারীর সেনবাগের পুরুষ (৪০)বছর। আরেকজন মৃত নগরীর বন্দর থানার নিমতলায় মহিলা (৩০) বছর। বাকি চার জন আক্রান্তের মধ্যে আনোয়ারা পুরুষ (৩০) , পটিয়ার কাগজি পাড়া মহিলা বয়স (৪৫) , চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইনে (২৫) ও (২৬) বছর বয়সী দুজন পুলিশ সদস্য।

[৪] এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস (কোভিড-১৯) ১’শ ১৮ জনের নমুনা পরীক্ষায় আরও ১২ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১১ জন চট্টগ্রাম জেলার। তার মধ্যে একজন নোয়াখালীর জেলার সোনাইমুড়ি উপজেলার পশ্চিম চাদঁপুর মহিলা বয়স (২৭) বছর। চট্টগ্রাম জেলার ১১ জন হলেন নগরীর পাহাড়তলী থানার সাগরিকা হাক্কানি পেট্রোল এলাকার চারজন। তাদের বয়স যথাক্রমে, মহিলা (১৮) বছর, পুরুষ (২১) বছর, পুরুষ(২৪), মহিলা (৪০) বছর, বোয়ালখালী উপজেলার (৭০) বছর, তিনি নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগরীর পাচঁলাইশ কাতালগঞ্জের পুরুষ (২৮) বছর, সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর ৫ জন, যথাক্রমে, (৩০) বছর, (২৭) বছর, (২৫) বছর ও (২৭) বছর। চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়