শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে বেশি দামে চাল বিক্রি ভ্রাম‌্যমাণ আদাল‌তে ব‌্যবসায়ী‌র অর্থদণ্ড

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে অ‌তি‌রিক্ত দামে চাল বি‌ক্রি করায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়‌নের এক চাল ব‌্যবসায়ী‌কে অর্থদন্ড প্রদান ক‌রে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত।

[৩] বুধবার উপ‌জেলার বড় খোচাবাড়ী বাজারের চাল ববসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

[৪] জানা যায়, বড় খোচাবাড়ী বাজারে রবিউল নামে ওই ব্যবসায়ি অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সে কোনো প্রকার বেশি দামে ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়।

[৫] এ ঘটনায় রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোতুর্জা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোনো ব্যবসায়ি জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়