সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের এক চাল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
[৩] বুধবার উপজেলার বড় খোচাবাড়ী বাজারের চাল ববসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
[৪] জানা যায়, বড় খোচাবাড়ী বাজারে রবিউল নামে ওই ব্যবসায়ি অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সে কোনো প্রকার বেশি দামে ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়।
[৫] এ ঘটনায় রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোতুর্জা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোনো ব্যবসায়ি জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ