শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে বেশি দামে চাল বিক্রি ভ্রাম‌্যমাণ আদাল‌তে ব‌্যবসায়ী‌র অর্থদণ্ড

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে অ‌তি‌রিক্ত দামে চাল বি‌ক্রি করায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়‌নের এক চাল ব‌্যবসায়ী‌কে অর্থদন্ড প্রদান ক‌রে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত।

[৩] বুধবার উপ‌জেলার বড় খোচাবাড়ী বাজারের চাল ববসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

[৪] জানা যায়, বড় খোচাবাড়ী বাজারে রবিউল নামে ওই ব্যবসায়ি অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সে কোনো প্রকার বেশি দামে ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়।

[৫] এ ঘটনায় রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোতুর্জা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোনো ব্যবসায়ি জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়