শিরোনাম
◈ বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ ঢাকায় আসছেন গিলবার্তো সিলভা ◈ আদালতের আদেশে আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ ◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পুলিশ সদর দপ্তরের

সুজন কৈরী: [২] করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য আসতে শুরু করছে, পারিবারিক নির্যাতনের পরিমাণ বাড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে করোনা পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানোর পাশাপাশি এই সংকটকালে পারিবারিক নির্যাতনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

[৩] মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।

[৪] তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে সরকার নির্দেশনা জারি রেখেছে। এ পরিস্থিতিতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে আরো বেশ কিছুদিন ঘরে থাকতে হবে। এ সুযোগে পারিবারিক সহিংসতা করা যাবে না। বিশেষ করে আমাদের কাছে অভিযোগ এসেছে, নারী-শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাচ্ছে। এসব বন্ধ হওয়া দরকার। তা না হলে সহিংসতাকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[৫] পুলিশের এই কর্মকর্তা বলেন, যখন অফিস-আদালত খোলা ছিল, অনেকেই মিথ্যে বলে ছুটি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন তো একেকজন দিনের পর দিন ছুটি পাচ্ছেন। এই সুযোগে আপনার ব্যক্তিগত কাজগুলো করুন, পরিবারকে সময় দিন। একটু ঘুমান, আরাম করুন, সন্তানদের মানবিকতা শেখান, একসঙ্গে বসে খান, গল্প করুন, ভবিষ্যৎ কিছু পরিকল্পনা গুছিয়ে ফেলুন। যাদের লেখালেখির অভ্যাস আছে, তারা লিখুন। দেখবেন সময় কেটে গেছে আনন্দের সঙ্গে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। কিন্তু কোনোভাবেই সহিংসতা করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়