সুজন কৈরী: [২] করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য আসতে শুরু করছে, পারিবারিক নির্যাতনের পরিমাণ বাড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে করোনা পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানোর পাশাপাশি এই সংকটকালে পারিবারিক নির্যাতনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর।
[৩] মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।
[৪] তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে সরকার নির্দেশনা জারি রেখেছে। এ পরিস্থিতিতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে আরো বেশ কিছুদিন ঘরে থাকতে হবে। এ সুযোগে পারিবারিক সহিংসতা করা যাবে না। বিশেষ করে আমাদের কাছে অভিযোগ এসেছে, নারী-শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাচ্ছে। এসব বন্ধ হওয়া দরকার। তা না হলে সহিংসতাকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
[৫] পুলিশের এই কর্মকর্তা বলেন, যখন অফিস-আদালত খোলা ছিল, অনেকেই মিথ্যে বলে ছুটি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন তো একেকজন দিনের পর দিন ছুটি পাচ্ছেন। এই সুযোগে আপনার ব্যক্তিগত কাজগুলো করুন, পরিবারকে সময় দিন। একটু ঘুমান, আরাম করুন, সন্তানদের মানবিকতা শেখান, একসঙ্গে বসে খান, গল্প করুন, ভবিষ্যৎ কিছু পরিকল্পনা গুছিয়ে ফেলুন। যাদের লেখালেখির অভ্যাস আছে, তারা লিখুন। দেখবেন সময় কেটে গেছে আনন্দের সঙ্গে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। কিন্তু কোনোভাবেই সহিংসতা করা যাবে না।