শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘন্টায় সরকারের নেওয়া পদক্ষেপ ও সেবা

লাইজুল ইসলাম : [২] দুপুরে আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় যে পরিমান নমুনা সংগ্রহ হয়েছে তা রোববারের তুলনায় ৩৮ শতাংশ বেশি। যে পরিমান পরীক্ষা করা হয়েছে তা রোববারের তুলানায় ১৭ শতাংশ বেশি।

[৩] ব্যক্তিগত সুরক্ষা পোশাক পিপিই ২১ ৪৪০টি সংগৃহিত হয়েছে। বিতরণ করা হয়েছে এই পর্যন্ত ৯১৯০০টি। ঢাকা ওয়াসা সার্জিকেল মাস্ক দিয়ের্ছে ২৫০০।

[৪] তিনি বলেন, এই মুহুর্তে হোম কোয়ারেন্টাইনে আছে ৫৬৮৩ জন। সব মিলিয়ে হোম কোয়ারেন্টাইনে আছে ৮৫৪৯৮। প্রাতিষ্ঠানিক ৪৮৩ জন। ২১৮৯ জন সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়োছেন ১০৪৫ জন। এই পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছে ৬৩২৭৬ জন।

[৫] অতিরিক্ত মহাপরিচালক বলেন, সারাদেশের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪৮৮টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষনিক ভাবে কোয়রেন্টাইনে সেবা প্রদান করা যাবে ২৬৩৫২ জনকে।

[৬] ডা. নাসিমা সুলতানা, আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ২৯৯ জন। আইসোলেশন থেকে ২৪ ঘন্টায় মুক্ত হয়েছেন ১৭ জন। এই পর্যন্ত আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন ৪৩৭ জন। ঢাকা মাহনগরীতে আইসোলেশন সজ্যা আছে ১৫৫০টি। ঢাকার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সজ্যা আছে ৬১৪৩টি। মোট আইসোলেশন সজ্যা আছে সারাদেশে ৭৬৯৩টি।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য বাতায়নে যে ৯৪১১১টি। এই পর্যন্ত হট লাইনে সেবা দেওয়া হয়েছে ২২ লাখ ৩০ হাজার ৭৪০টি।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অনলাইন প্লাট ফর্মে মুক্তবাকে হট লাইন সেবা দেয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ১৪৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন প্রশিক্ষন নিয়েছে ১১৮ জন। বর্তমানে সেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন ৩৬৯৬ জন চিকিৎসক। মাবাইল ফোন ও ওয়েবসাইটে স্বাস্থ্য সেবা নিয়েছেন গত ২৪ ঘন্টায় ১৭৮৫৩ জন। এই পর্যন্ত ১১ লাখ ১২ হাজার ৫৪৪ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়োছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়