শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ এপ্রিলের মধ্যে ৮০ শতাংশ কারখানা বেতন পরিশোধ করবে, বললেন বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন : [২] বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, দয়া করে বিশ্বাস রাখুন, মার্চের বেতন অবশ্যই পরিশোধ করবো। তবে বর্তমান পরিস্থিতিতে কোন পক্ষই সুবিধাজনক অবস্থায় নেই। পোশাক শ্রমিকদের মার্চের বেতন দেয়ার সময়সীমা দেয়া হয়েছে ১৬ এপ্রিল পর্যন্ত। বেতন দেয়ার আরও সময় বাকি আছে, এবং আমরা আশা করি ৮০ শতাংশ কারখানা মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, বেতন পরিশোধের নির্দিষ্ট দিন নির্ধারন করে কারখানার প্রধান গেটে নোটিশ টানিয়ে দিতে আমরা কারখানা মালিকদের আহ্বান জানিয়েছি। শ্রমিকরা বেতন নিয়ে আশ্বস্ত হতে চান, নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া মালিকদের দায়িত্ব।

[৩] তিনি আরও বলেন, সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে। রাস্তাগুলো লকডাউনে আছে, ব্যাংকগুলো সকল কার্যক্রম পরিচালনা করতে পারছে না। প্রায় ৭৮ শতাংশ কার্যাদেশ বাতিল হওয়াসহ নানাভাবে বিপদগ্রস্ত কারখানা মালিকপক্ষ।

[৪] বিজিএমইএ মুখপাত্র জানান, ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটনে ৩৭২ কারখানার ১০১টি, গাজীপুরের ৮১৮টির মধ্যে ৩০৫টি, সাভার আশুলিয়ার ৪৯১টির মধ্যে ১৮৭টি, নারায়ণগঞ্জের ২৬৯টির মধ্যে ৭১টি ও চট্টগ্রামের ৩২৪টির মধ্যে ৯৭টি পোশাক কারখানা শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেছে।

[৫] সোমবার (১২ এপ্রিল) বিজিএমইএর পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে সকাল থেকে লকডাউন ভেঙ্গে বেতনের দাবিতে রাস্তায় নামেন পোশাক কর্মীরা। সাভার আশুলিয়া, গাজীপুর ও মিরপুরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তায় নামেন। অনেকের অভিযোগ ফেব্রুয়ারির বেতনও পাননি তারা। অভিযোগ রয়েছে, বেতনের দিন ধার্য্য করেও দেয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ পুণরায় ১৩ এপ্রিল দিন ধার্য্য করলেও পরে স্টাফরা জানান, সেদিনও বেতন দেয়া হবে না। এসকল অভিযোগ জানান রকিব ফ্যাশন লিমিটেড, ইস্ট ওয়েস্ট গ্রুপ ও নিউওয়ে ফ্যাশন কারখানা শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়