শাহীন খন্দকার ও মহসীন কবির : [২] এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩০ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে। [৩] শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চ্যানেল২৪
[৪] এরপর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ টেস্টিং ল্যাবে ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যমুনা টিভি
[৫] যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।
[৬] প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোতে আক্রান্তের সংখ্যা বেশি।
[৭] গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সোয়া ১৭ লাখের বেশি। মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। তবে সাড়ে ৩ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।