শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুমকি বিবেচনায় চীনা টেলিকম যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন

মুসা আহমেদ: [২] জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে চীনা টেলিকম কোম্পানিগুলো প্রত্যাখ্যান করতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসন। চীনের কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করতে এরইমধ্যে দেশটির বিচার বিভাগকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র বিভাগের প্রতিনিধিরা ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) কাছে আবেদন করেছে। সিএনবিসি

[৩] ২০০৭ সালে চীনে টেলিকমকে ব্যবসায়ের জন্য অনুমোদন দিয়েছিলো এফসিসি। তবে চুক্তিতে বিদ্যমান শর্তগুলো মানতে ব্যর্থ হয়েছে চীনা টেলিকম বলে দাবি করছে দেশটির বিচার বিভাগ। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি থেকে ফেডারেল কমিউনিকেশন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোন সাড়া দেয়নি তারা।

[৪] দেশটির সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, আনুষ্ঠানিক যোগাযোগ, ব্যক্তিগত তথ্য ও সরকারের নিরাপত্তার বিষয়টি নির্ভর করে বিশ্বস্ত কোম্পানির ব্যবহারের ওপর। একমাত্র দেশীয় কোম্পানি আমাদের আকাঙ্খা ও মুল্যবোধকে তুলে ধরে। আজকের এ পদক্ষেপ শুধু আজকের জন্য, ভবিষ্যতের পদক্ষেপ হিসেবেও এটা বিবেচিত হবে। আমেরিকার টেলিকমিশনগুলোর ওপর আস্থা বাড়াতেই আমরা চীনা কোম্পানিগুলোকে প্রত্যাখ্যান করতে চাই। আমাদের নিজস্ব টেলিকম কোম্পানি গুলোর ওপর আস্থা রাখার এখনই সময়।

[৫] চীনা রাষ্ট্রায়ত্তাধীন টেলিকম কোম্পানি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি। দেশটির ব্রডব্যান্ডেরও অন্যতম বড় সরবরাহকারী চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়