শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবার টাকা নিয়ে ঝগড়ায় যুবক খুন, হত্যাকারী গ্রেফতার !

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : [২] নগরীর বায়েজিদ এলাকায় ইয়াবায় আসক্ত দুইজনের মধ্যে ইয়াবার টাকা নিয়ে লেনদেনের ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

[৩] নিহত এমরান হোসেন (৫০) কে ছুরিকাঘাত করে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নজরুল।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঝগড়ার এক পর্যায়ে এমরান হোসেন নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে।পুলিশ এ ঘটনায় অভিযুক্ত এমরান হোসেনকে শুক্রবার (১০ এপ্রিল) ভোরে বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমরান হোসেন নগরের কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

[৫] হত্যাকাণ্ডের শিকার নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার সালেহ আহমদের ছেলে। নিহত নজরুল ইসলাম ও অভিযুক্ত এমরান হোসেন দুইজনই বায়েজিদের বালুচড়া এলাকায় বসবাস করেন বলে জানায় পুলিশ।

[৬] চট্টগ্রাম মেটোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, নজরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত এমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়