এইচএম দিদার, দাউদকান্দি প্রতিনিধি : [২] [২]গত বুধবার দিবাগত রাত দেড় টায় গৌরীপুর একটি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।
[৩]গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর আলম জানান, "উপজেলার গৌরীপুর তিতাস উপজেলায় করোনা পজিটিভ রোগী জালাল উদ্দিন তিনদিন আগে কড়িকান্দিতে সোহেল মিয়া নামের একজন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করতে এসেছিলেন । তিনি (পল্লী চিকিৎসক) করোনা আক্রান্ত রোগী জালাল উদ্দিনের ব্লাড স্যাম্পলও সংগ্রহ করেছিল।"
[৪] তিনি আরো বলেন,পল্লী চিকিৎসক সোহেল মিয়া গৌরীপুর দক্ষিণ বাজারে বসবাস করেন।উপজেলা প্রশাসন জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপারিশের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে গৌরীপুর দক্ষিণ বাজারে তাকওয়া আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ