মো. আখতারুজ্জামান : [২] বর্তমান সময়ে বিশ্ব জুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় সাধারন ফেস রিকগনিশন প্রযুক্তিগুলো মুখোশ পরিহিত মুখমণ্ডল শনাক্তে কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
[৩] এ সমস্যার সমাধানে বাংলাদেশী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিগমাইন্ড তাদের ওয়াচক্যাম ম্যাস সাভিলেন্স সিস্টেম এ সংযোজন করেছে মুখোশ উন্মোচন করার প্রযুক্তি যা সিসিটিভি ক্যামেরা থেকে স্বয়ংক্রিয়ভাবেই কাজ করতে পারে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৪] এটা যেভাবে কাজ করে তা হলো- কারো মুখে মুখোশ আছে কিনা শনাক্ত করে সে অনুযায়ী সতর্ক করতে পারবে; মুখোশ থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার চেহারা উন্মোচন করার চেষ্টা করবে; ডাটাবেজ থেকে দ্রুত পরিচয় খুঁজে বের করবে; কোরেন্টাইন বা আইসোলেশনে থাকা ব্যক্তিরা মুখোশ পরে ঘোরাফেরা করলেও ট্রেস করতে পারবে; ভিডিও ফুটেজ থেকে কন্টাক্ট ট্রেসিং করে তালিকা দিতে পারবে এবং জনসমাগম হয় এমন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সয়ংক্রীয় নজরদারি করতে পারবে।
[৫] এ বিষযয়ে সিগমাইন্ড-এর চেয়ারম্যান আবু আনাস শুভম বলেন, মুখোশ পরিহিত ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম গত বছর থেকে। সেটা যে এত তাড়াতাড়ি এভাবে প্রয়োজন হয়ে পড়বে তা তা ভাবিনি। বর্তমানে আমাদের প্রযুক্তিটি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৮৭.৩ শতাংশ একুরেসিতে মুখোশ পরিহিত এবং ৯৯.৪ শতাংশ একুরেসি তে মুখোশ ছাড়া ব্যক্তিকে সনাক্ত করতে পারে।