শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ৫১৬ জন

সোহাগ হাসান , সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন বিদেশ ফেরত আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ৪ জনের মধ্যে কাজিপুরে ২ জন ও কামারখন্দ উপজেলায় ২ জন। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে রাখা আর ও ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ১৪ জনের মধ্যে কামারখন্দ উপজেলার ৫ জন, কাজিপুর উপজেলার ৪ জন, তাড়াশ উপজেলার ৩ জন ও বেলকুচি উপজেলার ২ জন।

[৩] গত ১৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় বিদেশ ফেরত মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং এদের মধ্যে ৫১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এখন সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৭৭ জন।

[৪] এদিকে সিরাজগঞ্জে দুই দফায় ৮ জনের কররোনা ভাইরাস টেস্ট করার জন্য আইইডিসিআর এ নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে প্রথমে প্রেরণ করা ২ জনের রিপোর্ট। তাদের শরীর করোনা ভাইরাস মুক্ত ( নেগেটিভ ) এবং ১ এপ্রিল পাঠানো ৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

[৫] সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ৫১৬ জন এবং হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে ৭৭ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়