সোহাগ হাসান , সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন বিদেশ ফেরত আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ৪ জনের মধ্যে কাজিপুরে ২ জন ও কামারখন্দ উপজেলায় ২ জন। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে রাখা আর ও ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ১৪ জনের মধ্যে কামারখন্দ উপজেলার ৫ জন, কাজিপুর উপজেলার ৪ জন, তাড়াশ উপজেলার ৩ জন ও বেলকুচি উপজেলার ২ জন।
[৩] গত ১৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত জেলায় বিদেশ ফেরত মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং এদের মধ্যে ৫১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এখন সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৭৭ জন।
[৪] এদিকে সিরাজগঞ্জে দুই দফায় ৮ জনের কররোনা ভাইরাস টেস্ট করার জন্য আইইডিসিআর এ নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে প্রথমে প্রেরণ করা ২ জনের রিপোর্ট। তাদের শরীর করোনা ভাইরাস মুক্ত ( নেগেটিভ ) এবং ১ এপ্রিল পাঠানো ৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
[৫] সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ৫১৬ জন এবং হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে ৭৭ জন। সম্পাদনা: জেরিন আহমেদ