ইসমাঈল আযহাল: [২] করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে জার্মানি ও নেদারল্যান্ডসের ১০০টিরও বেশি মসজিদ থেকে শোনা গেলো আজানের ধ্বনি। পুবের কলম, নয়া দিগন্ত
[৩] মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় জার্মানিতে বসবাসকারী তুরস্কের দুই কমিউনিটির তরফে এই আজানের ব্যবস্থা করা হয়।
[৪] এ বিষয়ে তুর্কি মুসলিম ফাহরেত্তিন আল্পতেকিন বলেন, স্থানীয় ৫০টি মসজিদ থেকে আজান শোনা গেছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি বজায় রাখতে নেদারল্যান্ডসেরও বহু মসজিদ থেকে আজান দেয়া হয়েছে লাউডস্পিকারের মাধ্যমে।